Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

নদ-নদী

         ওসমানীনগর উপজেলার ইউনিয়ন ওয়ারী খাল বিল ও নদীর তালিকাঃ

 ১নং উমরপুর ইউনিয়নে ০৩ টি খাল আছে কিন্তু নদী নেই।

  • ১। খাদিমপুর মেলেডারী খাল । 
  • ২। হাবশপুর-কটালপুর কাষ্টগাং খাল। 
  • ৩। সিকন্দরপুর খাল। 
  •  

  • ২নং সাদিপুর ইউনিয়ন

  •  
  • * দোমাই নগর বিল.গজিয়া.

    * খেজাউরা হাওর.গজিয়া

    * বানাইয়া হাওর.1 নং ওয়ার্ড।

       ধনী বিলী. 1 নং ওয়ার্ড।

  •  

     

    ৩নং পশ্চিম পৈলনপুর ইউনিয়ন

  • ৩নং পশ্চিম পৈলনপুর ইউনিয়ন কে পৃথক করেছে সাদিখাল ও বুড়িনদী। যার অবস্থান ৩নং পশ্চিম পৈলনপুর ইউনিয়নের উত্তর  দক্ষিণ সীমান্তে। ৩নং পশ্চিম পৈলনপুর ইউনিয়নের মধ্যে এই দুই নদীই রয়েছে। ৩নং পশ্চিম পৈলনপুর ইউনিয়নের প্রাচীনতম নদী হচ্ছে বুড়িনদী। কিন্তু বর্তমান সময়ে এটি মৃত হওয়ার সম্ভাবনা রয়েছে। ৩নং পশ্চিম পৈলন ইউনিয়নের রয়েছে অসংখ্য খাল। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ব্যঙ্গ খাল। আলীপুর ও মঙ্গলপুর এলাকায় এটির অবস্থান।

  •  

    ৪নং বুরুঙ্গা বাজার ইউনিয়ন পরিষদ

  • বুরুঙ্গা বাজার এবং বোয়ালজুর ইউনিয়ন পৃথক করেছে বুড়িনদী। যার অবস্থান বুরুঙ্গা বাজার ইউনিয়নের উত্তর পুব সীমান্তে। এটিই বুরুঙ্গা বাজার ইউনিয়নের মধ্যে একমাত্র নদী। বুরুঙ্গা বাজার ইউনিয়নের প্রাচীনতন নদী হচ্ছে বুড়িবরাক। কিন্তু বর্তমান সময়ে এটি মৃত নদী। বুরুঙ্গা বাজার ইউনিয়নের রয়েছে অসংখ্য

  •  

  • ৫নং গোয়ালা বাজার ইউনিয়ন পরিষদ

    ০১। নারকিলা নদী।

    ০২। বুড়ি বরাক নদী।

  • ৬নং তাজপুর ইউনিয়ন পরিষদ

    * লেঙুরা ডুবির বিল

    * কাড়ার খেও

     

    * দয়ালং পালাইয়ার হাওর

    ৮নং উসমানপুর ইউনিয়ন পরিষদ

    উসমানপুর ইউনিয়নের পাশ দিয়ে বয়ে গেছে যে নদী তার নাম হচ্ছে জাপার খাল। এই জাপার খালের অনেক ঐতিহ্য রয়েছে।

     ভূ-প্রকৃতিঃ- সিলেটের পাহাড়ী অঞ্চল সংলগ্ন সমভূমির  এক প্রলম্বিত অংশ ওসমানীনগর উপজেলার মাটি। অসংখ্য খাল-নালা  দ্বারা হাওর-জলাশয়ের সাথে সংযুক্ত রয়েছে উপজেলার প্রধান নদী কুশিয়ারার সাথে। বর্ষার ঢল ও বৃষ্টির পানি বহন ও নিষ্কাষনের মাধ্যম এসব নদী। শাখা-প্রশাখা দ্বারা মুল নদীগুলো আবার কুশিয়ারার সাথে সংযুক্ত।উপজেলার উত্তর পূর্বাঞ্চলীয় ইউনিয়ন দয়ামীরের উত্তর সীমানা দিয়ে আমিরদিং নদী, দক্ষিন-পশ্চিমামূখী বয়ে গিয়ে মিলিটারী খাল,নষ্টগংগা হয়ে বানাইয়া হাওরে পতিত হয়েছে এবং এই দ্বারা অবশেষে কুশিয়ারা-বিবিয়ানাতে বিসর্জিত হয়েছে প্রচুর খাল-নালা সহযোগে। উপরোক্ত নদী,শাখা নদী ও খাল-নালাবাহিত পলি দ্বারা ভরাট,উর্বব ভূমি ওসমানীনগরের মাটি।