Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভৌগলিক পরিচিতি

ওসমানীনগনর উপজেলা কুশিয়ারা নদীর তীরে সিলেট জেলার দক্ষিন পশ্চিমে অবস্থিত। উত্তরে সিলেট সদর উপজেলা,দক্ষিনেমৌলভীবাজার জেলা সদর, পূর্বে বালাগঞ্জ ও দক্ষিন সুরমা উপজেলা, পশ্চিমে বিশ্বনাথ এবং জগন্নাথপুর উপজেলা অবস্থিত।ওসমানীনগর উপজেলায় প্রায় ২৪.৩৬ এবং ২৪.৪৭ অক্ষাংশ  ৯১.৩৮ এবং ৯১.৫৬ পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে অবস্থিত।সিলেট জেলা হতে উপজেলার দুরতব ২০কিঃ মিঃ এর মোট আয়তন        বর্গ কিলোমিটার, এবং মোট লোকসংখ্যা           জন।

যাতায়াত ব্যবস্থাঃ-

ওসমানীনগর উপজেলা সদরের সাথে জেলা ও বিভাগীয় শহর সিলেটের পাঁকা সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা রয়েছে। জেলা সদর হতে উপজেলা সদরের দুরত্ব ২০ কিঃ মিঃ। সিলেট-ঢাকা মহাসড়কের পাশে উপজেলা সদর অবস্থিত এবং উপজেলার ৮টি ইউনিয়নের সাথে সিলেট-ঢাকা মহাসড়কের সংযোগ রয়েছে বিধায় এই অঞ্চলের যাতায়াত ব্যবস্থা ভালো। উপজেলার অভ্যমত্মরে বা বাহিরের যাতায়াতের মাধ্যম হিসেবে বাস, মিনি বাস, রিকসা, অটো রিকসা, সি এন জি ইত্যাদি ব্যবহৃত হয়। উপজেলা সদর হতে সিলেট-ঢাকা মহাসড়কে রাজধানীর সাথে সংযোগ রয়েছে এবং এর দুরত্ব প্রায় ৩১০ কিঃ মিঃ। এ উপজেলায় প্রায় ৩০০ কিঃ মিঃ পাঁকা সড়ক এবং প্রায় ১৫০ কিঃ মিঃ কাঁচা সড়ক নির্মিত হয়েছে।    

 

নদীভাঙ্গনঃ- কুশিয়ারা নদীর ভাঙ্গন ওসমানীনগর উপজেলার পশ্চিম পৈলনপুর ও সাদীপুর ইউনিয়নের জনসাধারনের জন্য একটি বড় সমস্যা। নদী ভাঙ্গনের স্থায়ী কোনো সমাধান না থাকায় প্রতি বছর বিলীন হচ্ছে ঘরবাড়ি, শিÿা প্রতিষ্ঠান, হাট বাজার। একট বেশি বন্যা হলেই শেরপুর বাজারের বহু দোকানসহ অনেক ঘরবাড়ি পানিতে তলিয়ে যায়। 

বন্যাঃ-  প্রাকৃতিক দুর্যোগের মধ্যে বন্যাও একটি প্রধান সমস্যা। ২০০৪ সালে সারাদেশের মতো এই উপজেলায় ও স্মরনকালের ভয়াবহ বন্যা হয়। বন্যায় জানমালের ব্যাপক ÿয়ÿতি হয়। জেলার সাথে উপজেলার সড়ক যোগাযোগ সম্পুর্ণ বিচ্ছিন্ন ছিল। এ ছাড়া ও ১৯৯১,১৯৯৩,১৯৯৬ এবং ১৯৯৮ সালে ও ব্যাপক বন্যা হয়।

উপজেলা সদরের সাথে ইউনিয়ন সমূহের যোগাযোগ ও দুরত্বঃ-উপজেলা সদরের সাথে ৮টি ইউনিয়নের সড়ক পথে যোগযোগের দুরত্ব নিমেণ প্রধান করা হলোঃ

ক্রঃ নং

ইউনিয়নের নাম

উপজেলা সদর হতে দুরত্ব (সড়ক পথে)

মমত্মব্য

১।

উমরপুর

৭ কিঃ মিঃ প্রায়

উপজেলার ৮টি ইউনিয়নের সাথে নৌ-পথে  কোনো যোগাযোগ ব্যবস্থা নাই।

 

২।

সাদীপুর

৭.৫ কিঃ মিঃ প্রায়

৩।

পশ্চিম পৈলনপুর

৭ কিঃ মিঃ প্রায়

৪।

বুরম্নঙ্গা বাজার

৮.৫ কিঃ মিঃ প্রায়

৫।

গোয়ালা বাজার

১.৫ কিঃ মিঃ প্রায়

৬।

তাজপুর

১.৫ কিঃ মিঃ প্রায়

৭।

দয়ামীর

৭.৫ কিঃ মিঃ প্রায়

৮।

উছমানপুর

৮.৫ কিঃ মিঃ প্রায়