ওসমানীনগর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা ওয়েব পোর্টালে আপনাকে স্বাগতম
মহান মুক্তিযুদ্ধের (কমান্ডার-ইন-চিফ ) সর্বাধিনায়ক বঙ্গবীর কর্ণেল এম এ জি ওসমানীর নামানুসারে বাংলাদেশের প্রথম ঐতিহ্য মন্ডিত ওসমানীনগর উপজেলা বাংলাদেশে অনন্য স্থানে আসীন। বাংলাদেশে এই প্রথম কোনো মুক্তিযুদ্ধার নামানুসারে প্রতিষ্ঠিত ওসমানীনগর উপজেলা আলাদা ভাবে বাংলাদেশের মানুষের কাছে পরিচিতি লাভ করেছে। মহান মুক্তিযুদ্ধে এ উপজেলার আপামর জনসাধারণের অংশগ্রহণ ছিল লক্ষণীয়। এককথায় সভ্যতার ঊষালগ্ন থেকে বর্তমান সময় পর্যন্ত প্রতিটি পর্যায়ে এ উপজেলার গণমানুষের রয়েছে উল্লেখযোগ্য সব অবদান। স্বমহিমায় প্রবাসী অধ্যুষিত ওসমানীনগরের জনগণ রেমিটেন্স প্রেরণ করে বাংলাদেশের অর্থনীতিতে বিশেষ ভূমিকা পালন করে আসছে।
উপজেলা প্রশাসনের এই ওয়েবসাইটটি অফিস অটোমেশন এর জন্য এবং সরাসরি জনগণের দ্বারপ্রান্তে সেবা পৌঁছানোর ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করছি। এই ওয়েব সাইটটির মাধ্যমে যেমন জনপ্রশাসনের সাথে জনগণের সরাসরি সম্পৃক্ততা ও জবাবদিহিতা বাড়বে তেমনি প্রবাসী ওসমানীনগরের জনগণ সরাসরি উপজেলা প্রশাসনের নিকট বিভিন্ন তথ্য ও অভিযোগ জানাতে পারবে যার ভিত্তিতে প্রতিকার প্রদান করা সহজতর হবে।
বাংলাদেশের মাঠ প্রশাসনের অতীব গুরুত্বপূর্ণ ইউনিট হলো উপজেলা প্রশাসন। উপজেলা পর্যায়ে সরকারের সকল নির্বাহী কাজ সম্পাদন ও সমন্বয় সাধনের পাশাপাশি দেশের সকল জনসাধারণের আকাঙ্খাকে ধারণ ও পূরণে উপজেলা প্রশাসনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সত্যকে সামনে রেখে উপজেলার সকল কার্যক্রমের সমন্বয় সাধনের সুবিধার্থে একটি সমৃদ্ধ তথ্যভান্ডার এবং যোগাযোগের সহজ ও প্রযুক্তি নির্ভর মাধ্যম হিসাবে গড়ে তোলা হয়েছে ওসমানীনগর উপজেলা ওয়েব পোর্টালটি। সোনার বাংলা গড়ার লক্ষ্যে আইটি নির্ভর বাংলাদেশ বাস্থবায়নের অন্যতম গূরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বাংলাদেশের সকল উপজেলা প্রশাসন তথ্যপ্রযুক্তির যুগে প্রবেশ করেছে।
বর্তমান সরকার জনগণের স্বপ্নকে বাস্তবে রূপদানের পাশাপাশি সরাসরি জনগণের দ্বারপ্রান্তে সেবা পৌঁছানোর লক্ষ্যে নানামুখী কার্যাক্রম গ্রহণ করেছে। উপজেলা প্রশাসনে ই-ফাইলিংয়ের মাধ্যমে সকল কার্যক্রম পরিচালনার পাশাপাশি প্রত্যেক ইউনিয়নে গড়ে তোলা হয়েছে ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্র। এ ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্র থেকে উপজেলার আপামর জনসাধারণ সহজে ও স্বল্পখরচে বিভিন্ন ধরনের সেবা পাচ্ছেন, যেমন-জমির পর্চাপ্রাপ্তি,নাগরিক আবেদন ও অভিযোগ দাখিল, জন্মনিবন্ধন সনদ প্রাপ্তি,পাসপোর্ট ও ভিসাপ্রসেসিং,ভিডিওকল ও কনফারেনন্সিং এর মাধ্যমে বিয়ে পড়ানোসহ দাপ্তরিক কার্য সম্পাদন ইত্যাদি। তৈরী হচ্ছে আইটি বান্ধব মানব সম্পদ। সাপোর্ট-টু ডিজিটাল বাংলাদেশ প্রকল্পের আওতায় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে ওয়েব পোর্টাল খোলাসহ ই-সার্ভিস চালু হয়েছে।তথ্য প্রযুক্তি ব্যবহার করে সেবা প্রদানের মাধ্যমে ওসমানীনগর উপজেলা প্রশাসন এক নব অধ্যায়ের সূচনা করেছে। ই-সার্ভিস চালুর ফলে কাজের গতি বৃদ্ধি পেয়েছে এবং স্বচ্ছতা নিশ্চিত হয়েছে। জনসাধারন দ্রুততার সাথে নাগরিক সেবা পাচ্ছেন এবং সেবার মান ও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ অর্জণ আমাদের সকলের। এ সফলতাকে ধরে রাখা আমাদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য।
ওসমানীনগর উপজেলার সকল সরকারী, বেসরকারী ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান এবং এনজিও সমূহের পাশাপাশি ওসমানীনগরবাসী সম্মিলিত ভাবে বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড সফল ভাবে পরিচালনায় উপজেলা প্রশাসনকে সার্বিক ভাবে সহযোগিতা করবেন বলেই আমি বিশ্বাস করি। সর্বোপরি আপনাদের সুনির্দিষ্ট সমালোচনা এবং মতামত এই সাইটটিকে আরও কার্যকর করে তুলতে সহায়ক ভূমিকা পালন করবে।
সমন্বিত উদ্যোগের মাধ্যমে একটি সুষ্ঠু, সুন্দর, সন্ত্রাসমুক্ত, উন্নয়নমুখী আলোকিত ওসমানীনগর গড়াই আমাদের লক্ষ।
পরিশেষে আমি ওসমানীনগর উপজেলার অব্যাহত উন্নয়ন কামনা করছি।
জয়নাল আবেদীন
উপজেলা নির্বাহী অফিসার |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস